শ্বেতীরোগের চিকিৎসা কী

প্রথম আলো প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৪

ভিটিলিগো বা শ্বেতীরোগ হলে ত্বকে সাদা দাগ বা প্যাচ দেখা যায়। এটি সংক্রামক রোগ নয়। রোগটি নিয়ে কুসংস্কার রয়েছে। শ্বেতী দুই ধরনের হয়—সেগমেন্টাল ও নন-সেগমেন্টাল।


সেগমেন্টাল দ্রুত ছড়ায়। নন-সেগমেন্টালের চেয়ে বেশি দীর্ঘস্থায়ী। অবশ্য মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে এ ধরন দেখা যায়। মূলত সেসব জায়গায় এটা হয়, যেখানে ত্বক স্নায়ুর সঙ্গে সংযুক্ত থাকে। সাধারণত কম বয়সীদের মধ্যে এটা বেশি হয়ে থাকে।


যদি সাদা ছোপ শরীরে সমানভাবে তৈরি হয়, তাহলে একে বলা হয় নন-সেগমেন্টাল। এটিই ৯০ শতাংশ ক্ষেত্রে দেখা যায়। এ ক্ষেত্রে প্যাচগুলো উভয় দিকে সমানভাবে দেখা যায়। প্রধানত সূর্যের সংস্পর্শে থাকা শরীরের অংশ, যেমন ঘাড়, নাক, মুখ ও হাতে হয়।


নন-সেগমেন্টাল আবার পাঁচ ধরনের হতে পারে। সাধারণ: প্যাচগুলো নির্দিষ্ট আকার–আকৃতির নয় এবং শরীরের যেকোনো অংশে হতে পারে। অ্যাক্রোফেসিয়াল: প্যাচগুলো হাত-পায়ের আঙুল ও হাতে দেখা দেয়। মিউকোসাল: মিউকাস মেমব্রেন ও ঠোঁটের চারপাশে সাদা দাগ হয়। ইউনিভার্সাল: শরীরের প্রায় প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে। ফোকাল: সাদা ছোপ শরীরে অবিচ্ছিন্নভাবে ঘটে এবং তারপর ফোকাল হয়। এ ধরন বেশি হয় শিশুদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও