ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু

প্রথম আলো প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁদের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৫। আর চলতি মাসের প্রথম দুই দিনে মৃত্যু হলো ৩ জনের।


আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে (সিটি করপোরেশন ব্যতীত)। এ সংখ্যা ১১৩। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে