ড্রাগন ও হাতি নাচছে—ঈগল ও মিকি মাউস কি করবে?

বিডি নিউজ ২৪ সালেহ উদ্দিন আহমদ প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪

একটা প্রবাদ আছে: ‘তুমি যদি কোনো গ্রুপের সবচেয়ে বুদ্ধিমান লোক হও, তবে নিশ্চিত থাকো—তুমি ভুল গ্রুপে আছো।’ প্রবাদটা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা হয়নি, তবে যেন তাকে মাথায় রেখেই বলা, এখন এটা তার ব্যাপারে দারুণভাবে প্রযোজ্য। কারণ, তিনি নিজের জন্য একা এক গ্রুপ বানালেন আর শুল্কনীতি ঝেড়ে পৃথিবীর ৬০টা দেশকে মাত্র চার মাসে তটস্থ করে দিলেন। ভাবখানা এমন—বিশ্বের সর্বশক্তিমান দেশের সর্বশক্তিমান নেতা, আর তিনি নিজেই নিজেকে মনে করেন সর্ববুদ্ধিমান। প্রশ্ন হলো, এমন মানুষকে আসলেই কে চ্যালেঞ্জ করবে?


কিন্তু ট্রাম্প বেচারার সর্ববুদ্ধিমানের সিলমোহরটা বেশিদিন টিকল না। তিনি ধরতেই পারলেন না, একা একা নিজের গ্রুপে তিনি হয়তো বুদ্ধিমানদের রাজা। কিন্তু হায়! দুনিয়ায় তো আরও অনেক গ্রুপ আছে, আর সেই সব গ্রুপে আরো অনেক নেতা আছেন, যাদের সামনে ট্রাম্পের ‘বুদ্ধিমত্তা’ দাঁড়ালেই হাঁটু ভেঙে পড়তে পারে।


সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে ভারত, রাশিয়া ও চীন ট্রাম্পের বিরুদ্ধে আঁতাত করে সেই জিনিসটাই বুঝিয়ে দিল।


ট্রাম্প ও মোদী অনেক বছর ধরে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। টেক্সাসের হিউস্টনের ‘হাওডি মোদী’ কিংবা গুজরাটের আহমেদাবাদের ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের সেই উষ্ণ আলিঙ্গন এখন শুধু স্মৃতি।


ট্রাম্প রাশিয়া থেকে ভারতকে তেল আমদানি বন্ধ করতে বলেছেন। ভারত তেলের জন্য রাশিয়ার ওপর সম্পূর্ণ নির্ভরশীল, তাই ট্রাম্পের অনুরোধ বা আদেশ—যাই হোক না কেন, তারা তা পালন করতে অস্বীকার করেছে। তাতেই বাঁধছে ট্রাম্প ও মোদীর বিবাদ—সম্পর্ক গড়াতে গড়াতে এখন একেবারেই তিক্ত। ট্রাম্প জরিমানা করে ভারতের রপ্তানি পণ্যের ওপর আরও বাড়তি ২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করেছেন। এখন যুক্তরাষ্ট্রের রপ্তানির ওপর ভারতকে ৫০ শতাংশ হারে শুল্ক দিতে হবেভারত রাশিয়া থেকে তেল আমদানি করাতে ট্রাম্প এত ক্ষিপ্ত কেন? ট্রাম্প মনে করেন, ভারতের আমদানির জন্যই রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থায় আছে। ভালো অর্থনীতির কারণেই রাশিয়া ইউক্রেইনে যুদ্ধ চালিয়ে যেতে পারছে। ট্রাম্পের ধারণা—পাকিস্তান ও ভারতের যুদ্ধ তিনি বেশিদূর গড়াবার আগে থামাতে পেরেছেন, এবার যদি ইউক্রেইনের যুদ্ধটা থামাতে পারেন, তাহলে ২০২৫ সালের শান্তিতে তার নোবেল পুরস্কার কেউ ঠেকাতে পারবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও