ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে রোববার সন্ধ্যার পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আবারও তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। জুলাই সনদ ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ, রাজনৈতিক অস্থিরতা, দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও সহিংসতা এবং নির্বাচন নিয়ে একধরনের অনিশ্চিত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা এই দলগুলোকে বৈঠকে ডেকেছিলেন। আজ তিনি আরও সাতটি দলের সঙ্গে বৈঠকে বসবেন।   


গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের বার্ষিকীতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন। এরপর ২৮ আগস্ট নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নেবে, এটাই ছিল প্রত্যাশিত। কিন্তু জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার কারণে তা এখন পর্যন্ত দৃশ্যমান নয়; বরং হঠাৎ করেই রাজনীতিতে যে উত্তেজনা ও সহিংসতা দেখা গেল, তাতে উদ্বেগ ও অনিশ্চয়তার মাত্রাও বৃদ্ধি পায়।


গত সপ্তাহে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। এর পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি ওঠে এবং দেশের বিভিন্ন জায়গায় দলটির কার্যালয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘাত ছড়িয়ে পড়ে, আহত হন দুই শতাধিক শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়েও হঠাৎ সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়। এসব সংঘাত ও অস্থিরতা ঘোষিত সময়ে নির্বাচন হতে পারবে কি না, তা নিয়ে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়।


সংঘাত ও অনিশ্চয়তার এই পরিবেশের মধ্যে সরকারের দিক থেকে যে দৃশ্যমান রাজনৈতিক উদ্যোগ, সেটা ইতিবাচক। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আইনশৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।    

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও