ভোটার বেড়েছে, প্রতিদ্বন্দ্বিতার দৌড়েও সামনে এসেছেন; নতুন বাস্তবতায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংখ্যার বিচারে জয়-পরাজয়ের বড় নির্ধারক হতে পারেন নারী শিক্ষার্থীরা।
ভোট সামনে রেখে উৎসাহের পাশাপাশি প্রত্যাশার বিষয়েও উচ্চকণ্ঠ এই ভোটাররা। আবাসিক হল, অ্যাকাডেমিক ও ক্যাম্পাসের পরিবেশ নিয়ে নানা প্রত্যাশার কথা বলছেন ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রীদের বক্তব্যে উঠে এসেছে, হলে আসন সমস্যা, ক্যান্টিনের খাবারের মান, ডাবলিং প্রথা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপদ ক্যাম্পাসের মতো মৌলিক বিষয়।
আবার এসবের সঙ্গে পরিবহন বাসের সংখ্যা বাড়ানো, হলকেন্দ্রিক কার্যক্রমে সম্পৃক্ততার সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন প্রত্যাশার কথা বলেছেন অনাবাসিক ছাত্রীরা।
ছয় বছরের বেশি সময় পর ৯ সেপ্টেম্বর ভোটের তারিখ রেখে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। তার মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
২০১৯ সালের সর্বশেষ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৩ হাজার ২৫৫ জন। তার মধ্যে মেয়ে ভোটারের সংখ্যা ছিল ১৬ হাজার ৩১২।