
ঢাকার পুলিশকে ‘সতর্ক’ থাকার নির্দেশ
প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান সাক্ষাতের গুজব আর জরুরি অবস্থা জারির সম্ভাবনা নিয়ে নানা আলোচনার মধ্যে কন্ট্রোল রুম থেকে ‘অ্যালার্ট’ থাকার বার্তা পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের সদস্যরা।
তবে আনুষ্ঠানিকভাবে পুলিশ বলছে, তারা সবসময়ই সতর্ক থেকে কাজ করে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, গুজব নিয়ে ‘বিচলিত হওয়ার’ কিছু নেই।
কয়েকটি সংবাদমাধ্যম রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের কথিত সাক্ষাতের খবর দেওয়ার পর জরুরি অবস্থা জারি হচ্ছে কি না, সেই গুঞ্জন রটে যায় বাজারে।
এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার বলেন, “আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে আমার জানা নেই। দুয়েকটা পত্রিকায় দেখেছি। বাজারে অনেক রকম গুজব প্রচলিত আছে। এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার মত কিছু নাই। এখন পর্যন্ত অবশ্যই গুজব।”
জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা–এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই।”
এসব গুজবের মাঝেই সোমবার ঢাকা মহানগর পুলিশকে ‘অ্যালার্ট’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে কন্ট্রোলরুম থেকে।