হারুণ–বিপ্লবসহ এখনো ৮১ পুলিশ পলাতক

প্রথম আলো প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৩

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে আছেন।


পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গণ-অভ্যুত্থানের পর সারা দেশে ১৩৭ জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্য থেকে এখন পর্যন্ত ৫৬ জন কর্মস্থলে ফিরে এসেছেন।


এখনো যাঁরা পালিয়ে আছেন, তাঁদের মধ্যে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। তাঁদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘনসহ নানা অভিযোগ আছে। গ্রেপ্তার এড়াতে তাঁদের একটা অংশ দেশের বাইরে পালিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।


পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পালিয়ে থাকা পুলিশ সদস্যদের মধ্যে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আছেন ৩ জন। ১০ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি)। পুলিশ সুপার (এসপি) ১১ জন। ৯ জন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি)। সহকারী পুলিশ সুপার (এএসপি) ৫ জন। ২৭ জন পরিদর্শক। উপরিদর্শক (এসআই) ৮ জন। ৩ জন সহকারী উপপরিদর্শক (এএসআই)। আর কনস্টেবল ৫ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও