
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬২২, আহত অন্তত ১৫০০
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় ৬ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় ৬২২ জন নিহত ও ১৫০০ জনেরও বেশি আহত হয়েছেন, সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ। জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালানো হচ্ছে আর আহতদের হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
রোববার মধ্যরাতে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নানগারহার প্রদেশের রাজধানী ও আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তরপূর্বে। এলাকাটি পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের সীমান্ত সংলগ্ন।
আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতের সংখ্যা ৬২২ জনে দাঁড়িয়েছে এবং ১৫০০ জনের বেশি আহত হয়েছেন।
রাজধানী কাবুলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা নানগারহার ও প্রতিবেশী কুনারের প্রত্যন্ত ছোট ছোট গ্রামগুলোতে পৌঁছানোর জন্য সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে ওই অঞ্চলের মাটি ও পাথর দিয়ে তৈরি ঘরগুলো ধসে পড়েছে।
এই অঞ্চলের এলাকাগুলোর বহু ভূমিকম্প ও বন্যার ইতিহাস আছে বলে জানিয়েছে রয়টার্স।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফত জামান এক বিবৃতিতে আরও বেশি হতাহত হতে পারেন বলে সতর্ক করে বলেছেন, “মাত্র কয়েকটি ক্লিনিক থেকে পাওয়া তথ্যে ৪০০ জনেরও বেশি আহত ও বহু নিহতের পরিসংখ্যান পাওয়া গেছে।”
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্প