
মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : তারেক রহমান
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী চলমান মব সংস্কৃতির অবসান ঘটানোর কথা বলেছেন।
লন্ডন স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।
তারেক রহমান লিখেছেন, জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। আজকের দিনটি বাংলাদেশি মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি বাংলাদেশী ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ।
- ট্যাগ:
- রাজনীতি
- মব সৃষ্টি
- তারেক রহমান