
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০, আহত অন্তত ৫০০
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২৫০ ব্যক্তি নিহত ও ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প জালালাবাদ এলাকায় আঘাত হানে।
কুনার প্রদেশের প্রাকৃতিক দুর্যোগ প্রস্তুতি কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাতের ভূমিকম্পে নুরগাল, সকে, ওয়াতাপুর, মানোগি ও চাপা দারা জেলায় ২৫০ জন নিহত ও ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
এর আগে স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছিল, ভূমিকম্পে নানগারহার ও কুনার প্রদেশে ২০ জনের বেশি মারা গেছেন এবং ১১৫ জনের বেশি আহত হয়েছেন। রয়টার্স জানায়, শতাধিক মানুষ নিহতের আশঙ্কা রয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্প