দুই দশক পর নতুন আমেজে আসছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’

www.ajkerpatrika.com প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯

২০০২ সালে মুক্তি পেয়েছিল ফেরদৌস ও শাবনূর অভিনীত ‘প্রেমের জ্বালা’। আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমাটি জনপ্রিয়তা পেয়েছিল। তবে সিনেমার সাফল্যকে ছাপিয়ে গিয়েছিল ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ গানটি। এখনো বিভিন্ন অনুষ্ঠানে গানটি বাজতে শোনা যায়। ইউটিউবে গানটির ভিউ দেখলেও আঁচ পাওয়া যায় জনপ্রিয়তার। সাত বছর আগে অনুপম মুভি সংস ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটির ভিউ প্রায় ৫২ মিলিয়ন।


আসসালামালাইকুম বিয়াইন সাব গানটি গেয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। দুই দশকের বেশি সময় পর নতুন আয়োজনে ফিরে আসছে গানটি। অনুপম মিউজিকের ব্যানারে তৈরি নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আসসালামালাইকুম বিয়াইন সাব গানের প্রথম দুই লাইন। তাই গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও