You have reached your daily news limit

Please log in to continue


বাকৃবিতে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধারে হামলা, শিক্ষার্থীসহ আহত ১০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবিতে অবরুদ্ধ শিক্ষক ও কর্মকর্তাদের উদ্ধারে হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বহিরাগত লোকজন এই হামলা চালিয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনার পর উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

তবে তাৎক্ষণিক আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের শিক্ষার্থীদের প্রায় এক মাস ধরে ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে আন্দোলন চলছে। দুই অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি ডিগ্রি দেওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে ভোটাভুটি পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন