
অনুমতি ছাড়াই তারকাদের নামে মেটার চ্যাটবট
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ১৫:৩৯
প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তারকাদের নাম ও চেহারা ব্যবহার করে অনুমতি ছাড়াই “ফ্লার্টি চ্যাটবট” তৈরি করেছে। টেইলর সুইফট, সেলেনা গোমেজ, অ্যান হ্যাথাওয়ে ও স্কারলেট জোহানসনের মত তারকারা রয়েছেই এই তালিকায়।
রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, শুধু ব্যবহারকারীরাই নয়, মেটার এক কর্মী নিজেও অন্তত তিনটি বট বানিয়েছেন। এর মধ্যে দুটি ছিল টেইলর সুইফটকে নিয়ে। এসব বট অনেক সময় দাবি করেছে তারা আসল তারকা। আবার ব্যবহারকারীদের সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথনও চালিয়েছে।
কিছু ক্ষেত্রে আরও ঝুঁকিপূর্ণ কনটেন্ট তৈরি হয়েছে। প্রাপ্তবয়স্ক তারকাদের অন্তরঙ্গ ছবি বানিয়েছে এসব এআই বট। শিশু তারকাদের নিয়েও ছবি বানানোর অভিযোগ উঠেছে।