মেদ কমাতে রাতে পান করুন এই ৫ পানীয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ১৫:৩৫

শরীরের মেদ কমাতে আমরা কত কিছুই না করি! সকালে খালি পেটে বিভিন্ন পানীয় পান করা থেকে শুরু করে নানা ধরনের ব্যায়াম করি। কিন্তু আপনি কি জানেন, রাতে ঘুমানোর আগেও কিছু পানীয় পান করলে তা দ্রুত পেটের মেদ কমাতে সাহায্য করে? এই পানীয়গুলো হজমশক্তি এবং বিপাকহার বাড়ায়, যা ওজন কমাতে দারুণ কার্যকর।


শরীরচর্চার পাশাপাশি কিছু বিশেষ পানীয় পান করে মাত্র চার মাসে ২৫ কেজি ওজন কমিয়েছেন ফিটনেস প্রশিক্ষক আমাকা। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম পেজ ‘শ্রেড উইথ আমাকা’-তে এই সফলতার পেছনের রহস্য প্রকাশ করেছেন। রাতে খাবারের পর এই পানীয়গুলো পান করলে দ্রুত মেদ কমে, এমনটাই জানিয়েছেন তিনি।


চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি পানীয় সম্পর্কে, যেগুলো আপনার পেটের বাড়তি মেদ কমাতে সত্যিই কাজ করবে


হালকা গরম পানিতে লেবু


অনেকেই সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবু মিশিয়ে খান। কিন্তু এই পানীয়টি সকালে না খেয়ে রাতে ঘুমানোর ৩০ মিনিট আগে খেলে আরও বেশি উপকার পাওয়া যায়। লেবুতে থাকা পেকটিন ফাইবার ওজন কমাতে সাহায্য করে।


দারুচিনি চা


রাতে খাবার পর দারুচিনি চা পান করলে দারুণ ফল পাওয়া যায়। এই চা ঘুমের মধ্যেই শরীরের মেদ গলাতে সাহায্য করে। দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে শরীরে নতুন করে চর্বি জমতে পারে না। এটি হজমশক্তি বাড়ায় এবং এতে থাকা ফাইবার পেট ভরা রাখে, যার কারণে রাতে আর খিদে লাগে না। ঘুমাতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে এই চা পান করা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও