You have reached your daily news limit

Please log in to continue


সার সরবরাহে ‘অব্যবস্থাপনা’, বাড়তি দাম গুনছেন কৃষক

“সার আমরা সাধারণত ডিলারের কাছে পাই না। খুচরা দোকান থেকেই কিনি বলে সরকার নির্ধারিত দামে সার পাই না। বেশি দামের সারের সাথে সেচের পয়সা যোগ করলে লাভ যা থাকে, সেটা বলার মত না।”

ন্যায্যমূল্যে সার না পাওয়া নিয়ে হতাশার সুরে বলছিলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চাষি শিবলুর রহমান। বললেন, প্রতিবছর এক একরের বেশি জমি বর্গা নিয়ে ধান চাষ করেন। ভালো ফলন হলেও সারের বাড়তি দামের জন্য খুব একটা লাভ হয় না।

“এই সবের সাথে নিজের মজুরির দাম হিসাব করলে আসলে শেষ পর্যন্ত লাভের লাভ কিছুই থাকে না।”

একই ধরনের সংকটের কথা বলছিলেন এ এলাকার আরেক চাষি দুলাল হোসেন।

“চাষের খরচের বড় একটি অংশ চলে যায় সার কিনতেই। সারের দামটা যদি আরও একটু নিয়ন্ত্রণে রাখা যেত, তাহলে ধান চাষ করে আমাদের পকেটে আরও দুটো পয়সা থাকত। কিন্তু এইবার তা হল না। আমাদের বেশি দামে সার কিনতে হচ্ছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন