
ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত
ইসরায়েলের হামলায় ইয়েমেনের রাজধানী সানায় দেশটির সরকারের প্রধানসহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন বলে হুতিদের পরিচালিত বার্তা সংস্থা জানিয়েছে।
হুতি নেতা মাহদি আল-মাশাতের দেওয়া বিবৃতি উদ্ধৃত করে শনিবার বার্তা সংস্থা সাবা এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার সানার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েল জানায়, জ্যেষ্ঠ হুতি নেতাদের হত্যা করতেই হামলাটি চালানো হয়।
এর পরদিন শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ আব্দুল করিম আল-গামারি জানান, ইসরায়েলিরা সানার বেসামরিক এলাকাকে লক্ষ্যস্থল করেছে।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে এই হামলার ‘প্রতিশোধ’ নেওয়া হবে বলে প্রত্যয় জানিয়েছেন আল-গামারি।
এরপর শনিবার এক বিবৃতিতে আল-মাশাত বলেন, “আমরা তার কয়েকজন সহকর্মী মন্ত্রীর সঙ্গে যোদ্ধা আহমেদ গালেব নাসের আল-রাহাউইয়ের শাহাদাত ঘোষণা করছি। তারা বিশ্বাসঘাতক ইসরায়েলি অপরাধী শত্রুর লক্ষ্যস্থলে পরিণত হয়েছিল।”