
পাগলা মসজিদের দানসিন্দুক: চিরকুটে রাজনীতি আর ভালোবাসা নিয়ে আকাঙ্ক্ষার প্রকাশ
কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুকে মনোবাসনা পূরণের আশায় মানুষ যেমন টাকাপয়সা ও স্বর্ণালংকার দান করেন, তেমনি কেউ কেউ টাকার সঙ্গে ফেলে যান চিরকুটও।
রীতি অনুযায়ী চার মাস পর আজ শনিবার সকালে খোলা হয়েছে পাগলা মসজিদের সিন্দুকগুলো। এতে মোট ৩২ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে এক বস্তা চিরকুট।
সিন্দুকে পাওয়া চিরকুটে লোকজন তাঁদের মনোবাঞ্ছা জানিয়েছেন। এর মধ্যে দানবাক্সে এমন একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা রয়েছে, ‘হে পাগলা বাবা তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনূস সরকার, তুমি দোয়া করো যেন নির্বাচন না হয়, দোয়া রহিল, ইতি সাধারণ জনগণ।’ আবার আরেক চিরকুটে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
ব্যক্তিগত চাওয়া–পাওয়ার আকাঙ্ক্ষার প্রকাশও ছিল কোনো কোনো চিরকুটে। যেমন একটি চিরকুটে একজন লিখেছেন, ‘হে আল্লাহ, আমার অন্তরে যে নারী আছে, সে যদি আমার ভাগ্যে থাকে তাহলে তার সঙ্গে যত দ্রুত সম্ভব আমার বিয়ের ব্যবস্থা করে দেন। আর যদি সে আমার ভাগ্যে না থাকে তাহলে তাকে ভুলে যাওয়ার তৌফিক দেন।’
অন্য এক চিরকুটে অপর একজন লিখেছেন, ‘ভুল পথে আছি কিনা সঠিক পথে আছি জানি না। তুমি অন্তর্যামী। শুধু এইটুকু চাই যেই মানুষটাকে ৫ বছর ধরে ঠিক একইভাবে ফিল করে আসছি, তাকে যদি তুমি আমার কপালে লিখে থাকো, তবে খুব শিগগিরই কোনো সম্মানহানি না করে আমার করে দিও। নয়তো ভুলে যাওয়ার শক্তি দিও। আমিন।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- চিরকুট
- পাগলা মসজিদ