ইন্দোনেশিয়ায় প্রাদেশিক সংসদ ভবনে আগুন দিলো বিক্ষোভকারীরা, নিহত ৩

সময় টিভি ইন্দোনেশিয়া প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ১৪:৪২

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক বিক্ষোভকারী নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুলিশ। দেশটির সুলাওয়েসি প্রদেশের সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩০ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাতে সুলাওয়েসির রাজধানী মাকাসারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


দেশটির সরকারি সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, আগুনে আটকা পড়ে তাদের মৃত্যু হতে পারে। আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দেয়ায় গুরুতর আহত হয়েছেন।
 
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও সংসদ সদস্যদের ভাতা বাড়ানোর প্রতিবাদ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভের জন্য জড়ো হন কয়েকশ মানুষ। শিক্ষা বাজেট ও সরকারি স্কুল মিল কর্মসূচি নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও