You have reached your daily news limit

Please log in to continue


আয়কর রিটার্ন না দিলে নোটিশ দেবে এনবিআর, তদন্তও করবে

যাঁরা আয়কর রিটার্ন দেন না, তাঁদের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই সব কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএনধারী) আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিন তদন্ত করা হবে এবং আইন অনুসারে কর আদায় করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি মাসের রাজস্ব সভায় এসব কার্যক্রমের তথ্য-উপাত্ত উপস্থাপন করতে হবে। রাজস্ব আদায় বাড়াতে প্রতিটি কর অঞ্চলকে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে কর ফাঁকি উদ্‌ঘাটন করার ওপর দিত হবে। গত বৃহস্পতিবার রাজস্ব সভায় এসব সিদ্ধান্ত হয় বলে এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বর্তমানে ১ কোটি ১২ লাখের মতো টিআইএনধারী আছেন। তাঁদের মধ্যে ৪০ থেকে ৪২ লাখ টিআইএনধারী প্রতিবছর রিটার্ন দেন।

সবার রিটার্ন দেওয়া বাধ্যতামূলক নয়। বার্ষিক আয় সাড়ে তিন লাখ টাকার বেশি হলেই রিটার্ন দিয়ে কর দিতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন