জাতিসংঘের বৈঠকে ফিলিস্তিনি নেতাদের অংশগ্রহণ আটকে দিল যুক্তরাষ্ট্র

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৬

যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং আরও ৮০ ফিলিস্তিনি কর্মকর্তা আগামী মাসে নিউ ইয়র্কে হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারছেন না বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।


শান্তি প্রচেষ্টা নস্যাৎ এবং ‘কল্পনাপ্রসূত ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি’ চাওয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলিস্তিনি ওই নেতাদের দোষারোপও করেছেন।


ইসরায়েল স্বাগত জানালেও ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ‘অস্বাভাবিক’; কেননা, জাতিসংঘ সদরদপ্তরে যেতে আগ্রহী সব দেশের কর্মকর্তাদের ভ্রমণ যেন সহজ হয়, তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যাশিত, বলছে বিবিসি।


এমন এক সময়ে যুক্তরাষ্ট্র আব্বাস ও অন্যান্য কর্মকর্তাদের ভিসায় নিষেধাজ্ঞা দিল যখন সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টায় ফ্রান্স নেতৃত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্র প্যারিসের এ প্রচেষ্টার ঘোরতর বিরোধী।


জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এর আগে বলেছিলেন, তাদের প্রতিনিধি দলের প্রধান হিসেবে আব্বাস নিউ ইয়র্কে রাষ্ট্র ও সরকারপ্রধানদের বৈঠকে অংশ নেবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও