You have reached your daily news limit

Please log in to continue


ভূ-রাজনীতির খেলায় শি’র হাতেই কার্ড, এক মঞ্চে আনছেন কিম-পুতিনকে

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠেয় সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং—এক ফ্রেমে। শুধু ছবি নয়, এটি শি’র এক বড় কূটনৈতিক জয়ও বটে।

বিশ্বমঞ্চে চীনের ক্ষমতা প্রদর্শনে বরাবরই সচেষ্ট শি। কেবল বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে নয়, কূটনৈতিকভাবে প্রভাবশালী দেশ হিসাবেও চীনকে তুলে ধরতে চাইছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি যখন অর্থনৈতিক সম্পর্ককে ওলটপালট করে দিয়েছে, তখন স্থিতিশীল বাণিজ্য অংশীদার হিসেবে চীনের ভূমিকার ওপর জোর দিয়েছেন শি।

আর এখন, যখন ট্রাম্প ইউক্রেইন যুদ্ধ থামাতে একটি চুক্তি করার জন্য এখন পর্যন্ত পুতিনকে রাজি করাতে পারেননি, তখন শি জিনপিং প্রস্তুতি নিচ্ছেন বেইজিংয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর।

ওদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অংশগ্রহণের আকস্মিক ঘোষাণাটাও তেমনি গুরুত্বপূর্ণ। এ সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ফের আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প।

বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকা উত্তর কোরিয়ার নেতার সঙ্গে ট্রাম্পের এর আগের কূটনৈতিক প্রচেষ্টা সাফল্য আনতে পারেনি, যদিও তা বিশ্বের মনোযোগ কেড়েছিল। তবু ওয়াশিংটনের ইঙ্গিত—ট্রাম্প আবারও চেষ্টা করতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন