
রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীলনকশা: তাহের
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ১৭:৪৮
ইসির রোডম্যাপ ঘোষণাকে একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্রমূলক নীলনকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েব আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
আজ শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে নির্বাচনের দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, প্রধান উপদেষ্টা তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, যা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্রমূলক নীলনকশা।
তাহের বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছানোর আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এখনো সংস্কার দৃশ্যমান হয়নি, বিচারপ্রক্রিয়াও শুরু হয়নি। এর মাঝেই তিনি কোনো শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের পথে হাঁটছেন বলে দেশবাসী শঙ্কিত।