You have reached your daily news limit

Please log in to continue


শ্রমিকের জীবনসংগ্রাম নিয়ে টেলিফিল্ম ‘গার্মেন্টস বন্ধ’

গার্মেন্টস কর্মীদের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘গার্মেন্টস বন্ধ’।

শুক্রবার বিকেল ৩টা ৫মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্মটি।

‘গার্মেন্টস বন্ধ’ টেলিফিল্ম রচনা ও পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, জান্নাতুন নূর মুন, নায়েসা হাসান সায়রিন, সিয়াম নাসির, সোহাগসহ অনেকে।

টেলিফিল্মের কাহিনীতে উঠে এসেছে গার্মেন্টস কর্মীদের রোজকার জীবনের কিছু ঘটনা । ঢাকার একটি গার্মেন্টসে কাজ করা সৎ ও পরিশ্রমী শ্রমিক হলেন মুন্না। স্ত্রী নীলা আর একমাত্র মেয়ে টুনটুনিকে নিয়ে ছোট্ট সংসারে টিকে থাকার চেষ্টা চালান তিনি। হঠাৎ গার্মেন্টসটি বন্ধ হয়ে গেলে পরিবারটি গভীর সংকটে পড়ে যায়।

কোনো কাজ না পেয়ে একসময় পুরনো বন্ধু মকুলের প্রস্তাবে অপরাধের জগতে পা রাখে মুন্না। শুরুতে নকল মালামাল সরবরাহ, পরে চুরি, এভাবেই মুন্না জড়িয়ে যায় অন্ধকার পথে। এক রাতে একজন ব্যবসায়ীকে হত্যা করে বসে সে। অনিচ্ছাকৃত এই হত্যাকাণ্ডের পর কী ঘটে মুন্নার জীবনে সেই গল্পই দেখা যাবে টেলিফিল্মে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন