‘চুরি করতে’ ব্যাংকে যুবক, বের হতে না পেরে ব্যবস্থাপককে ফোন, ‘আমাকে বাঁচান’

প্রথম আলো প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ২১:০১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি ব্যাংকের কার্যালয় থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির উদ্দেশ্যে কার্যালয়ে ঢুকে ওই যুবক লুকিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ব্যাংক কর্মকর্তারা। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ভজনপুর বাজার শাখায় এ ঘটনা ঘটে।


ওই ব্যক্তির নাম শহিদুল হক (২৮)। তিনি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার বাসিন্দা। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ব্যাগে ড্রিল মেশিন আর প্লাস নিয়ে ‘চুরির উদ্দেশ্যে’ ব্যাংকে ঢুকে লুকিয়েছিলেন শহিদুল হক। পরে ব্যর্থ হয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপককে ফোন দিয়ে বলছিলেন ‘আমাকে বাঁচান’। এ সময় ব্যাংকের মূল ফটকে বাইরে থেকে তালা দেওয়া ছিল। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজনের সহায়তায় ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও