
যুক্তরাষ্ট্রের ভোটারদের অর্ধেকের মত—গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল
প্রথম আলো
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১৮:১৯
যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটারই মনে করেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। একটি জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের ওই জরিপ অনুযায়ী, যাঁরা মনে করেন গণহত্যা ঘটছে, তাঁদের মধ্যে ৭৭ শতাংশ ডেমোক্র্যাট ও ৫১ শতাংশ স্বাধীন ভোটার। গতকাল বুধবার জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে।
অন্যদিকে রিপাবলিকানদের বড় অংশ অর্থাৎ ৬৪ শতাংশ মনে করেন না যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। এ মতের বিপরীত অবস্থানে আছেন ২০ শতাংশ।
জরিপের ফলাফল অনুযায়ী, প্রতি ১০ মার্কিন ভোটারের মধ্যে ছয়জন চান না ওয়াশিংটন ইসরায়েলকে আরও সামরিক সহায়তা পাঠাক।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গণহত্যা