
কমলা রঙের হাঙর
কোস্টারিকার টরটুগুয়েরা ন্যাশনাল পার্কের কাছে দেখা মিলেছে উজ্জ্বল কমলা রঙের একটি হাঙরের। সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের একটি দল সেটিকে দেখে শুরুতে ভেবেছিল, বিশাল আকারের কোনো গোল্ডফিশ।
সম্প্রতি মেরিন বায়োলজি জার্নালে কমলা রঙের হাঙরটির ছবি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, এই প্রথম কমলা রঙের কোনো হাঙরের সন্ধান পাওয়া গেছে।
হাঙরের ছবিগুলো গত বছর তোলা। প্যারিসিমা ডোমাস ডেই নামের একটি পর্যটন কোম্পানি হাঙরের ছবিগুলো প্রথম প্রকাশ করে।
কোম্পানিটির কয়েকজন পর্যটক জেলেদের একটি দলের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন। পানির ৩৭ মিটার গভীরে তাঁরা হাঙরটির দেখা পান। সে সময় সেখানে পানির তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ধরার পর হাঙরটির ছবি তুলে সেটিকে পানিতে ছেড়ে দেওয়া হয়। পরে সমুদ্রবিশেষজ্ঞদের কাছে তাঁরা এ ঘটনার বর্ণনা দেন এবং বলেন, সেটি দেখতে একেবারে গোল্ডফিশের মতো ছিল।
কী কারণে হাঙরটির গায়ের রং কমলা, তার ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলেছেন, একটি নয় বরং দুটি বিরল জেনেটিক অবস্থার কারণে সেটির গায়ের রং কমলা হয়েছে।