
হালুম, টুকটুকিরা প্রথমবার ওটিটিতে
শিশুতোষ অনুষ্ঠান 'সিসিমপুর' প্রথমবারের মত প্রচার হচ্ছে ওটিটিতে।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে বিনামূল্যে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানটি।
বঙ্গ ফেইসবুকে এক পোস্টে জানিয়েছে, সিসিমপুরের ১৫তম সিজনের নতুন পর্ব চলে এসেছে বঙ্গতে। হালুম, টুকটুকি, ইকরি আর শিকুর সঙ্গে নতুন সব গল্প দেখাবে এই পর্ব।
বঙ্গ অ্যাপ ডাউনলোড করে দেখা যাবে সিসিমপুরের এক থেকে ১৫তম সিজন। প্রতিটি সিজনে পর্ব সংখ্যা রয়েছে ২৬ থেকে ৬০টি করে।
প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুর জন্য ‘সিসিমপুরের যাত্রা শুরু হয় ২০০৫ সালে। সিরিজটির হালুম, ইকরি মিকরি, শিকু, টুকটুকি চরিত্রগুলো শিশুদের কাছে অল্পদিনের মধ্যে জনপ্রিয়তা পায়।
সিসিমপুর অনুষ্ঠানের মাধ্যমে শিশুকে বর্ণ চেনানো, শব্দ থেকে বর্ণ চিহ্নিত করা, বর্ণ দিয়ে শব্দ মেলানো, শব্দ দিয়ে বাক্য তৈরি করতে সাহায্য করে। চারপাশের পরিবেশ থেকে উপকরণ খুঁজে নিয়ে সেগুলোর মাধ্যমে বর্ণ ও শব্দ চিনতে সাহায্য করে।
- ট্যাগ:
- বিনোদন
- সিসিমপুর
- ওটিটি প্ল্যাটফর্ম