ভোটের আগে শুরু হচ্ছে ইসির প্রশিক্ষণ যজ্ঞ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১১:৪৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে।


প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শুক্রবার এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন।


সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে ৯-১০ লাখ লোকবলের এ প্রশিক্ষণ হবে। সেজন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় শত কোটি টাকা।


রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি।


ভোট প্রস্তুতির সার্বিক অগ্রগতি ও তফসিলের আগের-পরের এক গুচ্ছ কাজের সময়ভিত্তিক কর্মপরিকল্পনাও করা হয়েছে।


এর অংশ হিসেবে আগামী কয়েক মাসে কোর ট্রেইনার ও প্রশিক্ষকদের থেকে শুরু করে ভোটে সম্পৃক্ত সব ধরনের লোকবলকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও