উত্তরায় ট্রায়াল রুমে গোপন ক্যামেরা, গ্রেপ্তার ১

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ২১:২৫

রাজধানী ঢাকার উত্তরায় একটি কাপড়ের শো-রুমের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা লাগিয়ে নারীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের অভিযোগে একজনকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।


আজ বুধবার বিকেলে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর রায়হান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, 'ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে। উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীত পাশে ফ্যামিলি ফ্যাশন নামে ওই শো-রুমের স্বত্বাধিকারী ফরহাদ হোসেনকে মারধরের পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হাতে তুলে দেয়।'


'এক নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন, সেখানে ফরহাদকে আসামি করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমরা ১০ দিনের রিমান্ড আবেদন করেছি। এখনো শুনানি তারিখ নির্ধারিত হয়নি,' বলেন রায়হান।


অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও