ভারতের দল নিয়ে কেন বিদেশিরা নাক গলাচ্ছেন: প্রশ্ন গাভাস্কারের

প্রথম আলো প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ২১:০৭

ভারতের দল নির্বাচন নিয়ে বিদেশি ক্রিকেটারদের মন্তব্য বেশি হয়ে যাচ্ছে, আর সেটা পছন্দ হচ্ছে না সুনীল গাভাস্কারের। বিশেষ করে এশিয়া কাপের দল থেকে শ্রেয়াস আইয়ার বাদ পড়ার পর বিদেশি ক্রিকেটাররা এ নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের মতামত দিচ্ছেন। এই বিতর্কে বিদেশিদের ভূমিকা মোটেও ভালোভাবে নেননি ভারতীয় কিংবদন্তি। বিদেশি ক্রিকেটাররা কেন ভারতের দল নিয়ে এত মাথা ঘামান—সে প্রশ্ন তুলেছেন তিনি। এর জন্য ভারতীয় মিডিয়াও অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেছেন গাভাস্কার।


স্পোর্টস্টার-এ নিজের কলামে গাভাস্কার লিখেছেন, ‘সবচেয়ে অবাক করা বিষয় হলো, বিদেশি ক্রিকেটাররা, যারা ভারতের ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, তারা কেন এই বিতর্কে ইন্ধন জোগাচ্ছে? খেলোয়াড় হিসেবে তারা যত বড়ই হোক বা ভারতে যতবারই আসুক না কেন, ভারতীয় দল নির্বাচন নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও