
এমবাপের নেতৃত্বে ফ্রান্স দলে নতুন মুখ আকিউস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ২০:৩৪
ক্লাবের হয়ে আলো ছড়িয়ে প্রথমবারের মতো ফ্রান্স জাতীয় দলে জায়গা করে নিয়েছেন উইঙ্গার মাহনেস আকিউস। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুটি ম্যাচের দলে অনুমিতভাবে আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।
আগামী মাসে ইউক্রেইন ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
এমবাপের পাশাপাশি রেয়াল মাদ্রিদের আরেক ফুটবলার, মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি, পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে ও দিজিরে দুয়েও আছেন দলে।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার