ডিএসইতে প্রথম ঘণ্টায় ৩০০ কোটি টাকার লেনদেন

ঢাকা পোষ্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৯

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৭ আগস্ট) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। বেলা ১১টা পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বাড়লেও কমেছে অন্য দুই সূচক। তবে লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে এসময় পর্যন্ত বেশির ভাগের দর বেড়েছে। এই বাজারে আজ প্রথম ঘণ্টায় প্রায় ৩০০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত ঢাকার এই পুঁজিবাজারে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৪ পয়েন্টে নেমেছে এবং ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫৫ পয়েন্ট কমে এক হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।


বেলা ১১টা পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৪টির। বিপরীতে কমেছে ১০১টির। তবে ৬৮টির দর অপরিবর্তিত ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও