
বাগদান সারলেন পপ সুপারস্টার টেলর সুইফট
ডেইলি স্টার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১২:৪৩
পপ সুপারস্টার টেলর সুইফট কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার ইনস্টাগ্রামে বাগদান নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন টেলর সুইফট।
পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে দেখা গেছে, কানসাস সিটি চিফস তারকা কেলসে সুইফটকে প্রপোজ করছেন। ছবিতে তাদের হাত ধরা, আলিঙ্গন ও সুইফটের হিরের আংটি স্পষ্ট দেখা যাচ্ছে।
মাত্র চার ঘণ্টায় পোস্টটি ১ কোটি ৮০ লাখের বেশি লাইক পেয়েছে বলে বিবিসি জানিয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- বাগদান
- টেইলর সুইফট