ফারুকী হত্যা: ১১ বছর গেল, বিচার শুরু হল না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ০৯:২৬

টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নূরুল ইসলাম ফারুকী খুন হওয়ার পর ১১ বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি পরিবার।


পুরো এক দশক তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতবছরের শেষ দিকে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারলেও সব আনুষ্ঠানিকতা সেরে এখনো অভিযোগ গঠনের শুনানি শুরু করা যায়নি।


ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলছেন, এখন মামলার বিচার যেন দ্রুত শেষ করা যায়, রাষ্ট্রপক্ষ থেকে সেই চেষ্টা তারা করবেন।


আর ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বলছেন, “১১ বছর হয়ে গেছে। বাবার হত্যার বিচার পাইনি। ভরসা পাচ্ছি না যে বিচার পাব। তবুও আশায় আছি। কী কারণে আমার বাবাকে খুন করা হল মুল কারণটা, সত্যিটা জানতে চাই। হত্যাকাণ্ডের ইন্ধনদাতা, হোতা কারা, সেটাও জানতে চাই।”


২০১৪ সালের ২৭ অগাস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় ইসলামী বক্তা এবং ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা ফারুকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী এই মামলা দায়ের করেন।


ফারুকী চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’, মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধানে’ এর উপস্থাপক ছিলেন। এছাড়া তিনি ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও