You have reached your daily news limit

Please log in to continue


শেখ হাসিনার গৃহীত ‘প্রাণবিনাশী’ প্রকল্পগুলো এই সরকার অব্যাহত রেখেছে: আনু মুহাম্মদ

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘শেখ হাসিনা যে মহাপরিকল্পনার অধীনে প্রাণবিনাশী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু করেছিলেন, এই সরকার সেগুলো বাতিল না করে অব্যাহত রেখেছে। আমরা শেখ হাসিনার গৃহীত চুক্তিগুলো জনগণের সম্মুখে প্রকাশ ও বাতিলের কথা বলেছি। কিন্তু তাঁর সব বিপজ্জনক প্রকল্প, জাতীয় স্বার্থবিরোধী চুক্তি এই সরকার গ্রহণ করছে।’

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলায় ‘ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনু মুহাম্মদ এ কথা বলেন। এর আগে সকাল ১০টায় কয়লাখনি–বিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক র‌্যালি করা হয়। এরপর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন