
২০ হাজার টাকা ছাড়ে কেনা যাবে ভাঁজ করা এই স্মার্টফোন
দেশের বাজারে ‘ম্যাজিক ভি৫’ মডেলের পাতলা ভাঁজ করা স্মার্টফোন এনেছে অনার। ভাঁজ খোলা অবস্থায় ফোনটির ফ্রেমের পুরুত্ব ৪ দশমিক ১ মিলিমিটার, আর ভাঁজ করা অবস্থায় ৮ দশমিক ৮ মিলিমিটার। ফোনটির ওজনও বেশ কম, মাত্র ২১৭ গ্রাম। ফলে দৈনন্দিন বিভিন্ন কাজে সহজেই ব্যবহার করা যায় ফোনটি। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ফোনটি প্রদর্শনের পাশাপাশি বাজারে আনার ঘোষণা দেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও।
অনুষ্ঠানে লাং গুও বলেন, সর্বশেষ প্রযুক্তির এই ফোনের পর্দা ভাঁজ খোলা অবস্থায় ৭.৯৫ ইঞ্চি ও বন্ধ অবস্থায় ৬.৪৩ ইঞ্চি। ফলে ব্যবহারকারীরা ফোনের বড় পর্দায় দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন। উন্নত হিঞ্জ মেকানিজম ও এআইনির্ভর প্রযুক্তি থাকায় ফোনটি দীর্ঘদিন ব্যবহার করলেও পর্দায় ভাঁজের কোনো চিহ্ন পড়বে না। কোয়ালকম স্ন্যাপড্রাগন৮ প্রসেসরে চলা ফোনটিতে ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ৫ হাজার ৮২০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় এক চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোনের বাজার