আওয়ামী লীগ অফিসে ‘ফ্যাসিজম গবেষণা কেন্দ্র’ খুলল কারা? এগোল কতদূর?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৮:৪০

চার দশকের বেশি সময় ধরে যে জায়গায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিচালিত হচ্ছিল, সেখানে সত্যিই কি কোনো গবেষণা প্রতিষ্ঠান হতে যাচ্ছে?


রাজনৈতিক পটপরিবর্তনের পর ভবঘুরেদের একটি দল ভবনটি দখলে নিয়েছিল; এখন সেই ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে ‘ছাত্র’ পরিচয়ধারী আরেকটি পক্ষ। এ বছর জুলাইয়ে ভবনটি দখলে নেওয়ার পর তারা ঘোষণা দিয়েছেন, সেখানে হবে গবেষণা প্রতিষ্ঠান।


প্রধান ফটকে তাদের লাল ব্যানার দেখে সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র মজিদের কথা মনে পড়তে পারে। তবে ‘লালসালু’ উপন্যাসের মত কোনো পীরের নাম সেখানে নেই, আছে লেখা- ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’।


অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর ওই ভবনের সামনের সড়কের নামও বদলেছে; বঙ্গবন্ধু অ্যাভিনিউ এখন শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ।


ওই সড়কের ২৩ নম্বর হোল্ডিংয়েই আওয়ামী লীগের অফিস। এখনকার ১০ তলা নতুন ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছিল ২০১৮ সালে।


সম্প্রতি দুই দিন ওই ভবন ঘুরে ধোয়া-মোছার কাজ চলতে দেখা যায়। এক সময় সেখানে আওয়ামী লীগের সভা বা অনুষ্ঠানের যেসব চিহ্ন ছিল, সেসব সরিয়ে ফেলা হয়েছে। কথিত ছাত্রদের সঙ্গে দেখা গেছে পুরনো দখলদার- ভবঘুরেদেরও।


এই দখলদারদের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশের কাছে নেই।


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগের ইজারা বাতিল করা হয়নি, কাজেই নতুন করে কাউকে বরাদ্দও দেওয়া হয়নি।


আর সংস্কৃতি মন্ত্রণালয় বলছে, ‘আন্তর্জাতিক ফ্যাসিবাদ ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও