হৃদরোগের সঙ্গে ডায়াবেটিস ও শ্বাসকষ্টের গভীর সম্পর্ক আছে। বিশেষত চল্লিশোর্ধ্ব যেসব ব্যক্তি ডায়াবেটিস কিংবা অ্যাজমা-নিউমোনিয়াসহ বিভিন্ন শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন তাদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। এক্ষেত্রে ছোট্ট দুটো পরিসংখ্যান দিলে ঝুঁকির মাত্রা সম্পর্কে একটি ধারণা পাওয়া সম্ভব।
ডায়াবেটিস রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি-সম্পর্কিত একটি গবেষণা জানাচ্ছে, সাধারণ মানুষের তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের হৃদরোগের ঝুঁকি দুই থেকে চার গুণ বেশি। এদিকে রেসপিরেটরি জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে দেখা যাচ্ছে, যাদের ফ্লু বা নিউমোনিয়ার সমস্যা আছে তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অন্যদের চেয়ে ছয় গুণ বেশি। যাদের অ্যাজমা আছে তারা অন্তত দ্বিগুণ ঝুঁকিতে রয়েছেন।