সমসাময়িক নানা বিষয়ে আপনার স্ট্যাটাস অন্যের কাছে পছন্দ নাও হতে পারে। কিন্তু তার ফেসবুক অ্যাক্টিভিটি আপনার সবসময় পছন্দের। কয়েকদিন থেকেই তার স্ট্যাটাসগুলো আপনার ওয়ালে আসছে না। তাহলে কী তিনি আপনাকে ব্লক করলেন?
ফেসবুকে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে সরাসরি বুঝতে পারবেন না। তবে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি ব্লক হয়েছেন কি না।
ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে
১. সার্চে পাওয়া যাবে না: যার প্রোফাইল আগে দেখতে পারতেন, এখন খুঁজেও পাচ্ছেন না— তাহলেই হয়তো ব্লক।
২. বন্ধুতালিকায় নেই: আগে যার সাথে বন্ধুত্ব ছিল, হঠাৎ তালিকা থেকে হারিয়ে গেলে বুঝবেন ব্লক হয়েছেন বা তিনি একাউন্ট বন্ধ করেছেন।