দীর্ঘতম রেডিও টক শো উপস্থাপনা করে রেকর্ড
প্রথম আলো
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ১২:১৭
জর্জ ইনিয়াবাসি এসিয়েন নাইজেরিয়ার একজন রেডিও উপস্থাপক। শ্রোতাদের কাছে তিনি ‘মাইটি জর্জ’ নামেই বেশি পরিচিত। সম্প্রতি তিনি অবিশ্বাস্য একটি কাজ করে সাড়া ফেলে দিয়েছেন। দীর্ঘতম রেডিও টক শো উপস্থাপনা করে গড়েছেন রেকর্ড। রেডিওতে কর্মজীবনের ২০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে টানা চার দিন ধরে তিনি একটি টক শো চালিয়ে যান।
নাইজেরিয়ার আকওয়া ইবম প্রদেশের উয়ো শহরে কমফোর্ট ৯৫.১ এফএমে কাজ করেন জর্জ ইনিয়াবাসি। তিনি রেডিও কমফোর্টের অনুষ্ঠানপ্রধান এবং বাচিক শিল্পী। এই রেডিও স্টেশনে আট বছর ধরে কাজ করছেন জর্জ। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ‘কমফোর্ট ব্রেকফাস্ট ফিয়েস্তা’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। এ ছাড়া ক্রীড়াবিষয়ক কিছু অনুষ্ঠান এবং রেডিওর অন্যান্য অনুষ্ঠান পরিকল্পনায়ও যুক্ত থাকেন তিনি।