
জয়ে শুরু জকোভিচের, ফিটনেস নিয়ে শঙ্কা
ডেইলি স্টার
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ১২:০০
৩৮ বছর বয়সেও রেকর্ডের পিছু ছুটছেন নোভাক জকোভিচ। নেমেছেন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপার খোঁজে। তবে নিউইয়র্কে প্রথম ম্যাচ জয়ের পরও শারীরিক সক্ষমতা নিয়ে কিছুটা দুশ্চিন্তা প্রকাশ করেছেন সার্বিয়ান এই কিংবদন্তি।
রোববার নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের তরুণ প্রতিভা লার্নার টিয়েনকে ৬–১, ৭–৬ (৭/৩), ৬–২ গেমে হারিয়ে ইউএস ওপেন মিশন শুরু করেছেন জকোভিচ। প্রায় আড়াই ঘণ্টার ম্যাচ শেষে জয় পেলেও দ্বিতীয় সেটে শক্তি হারিয়ে ফেলার অভিজ্ঞতা তাকে শঙ্কিত করেছে।
প্রথম সেট মাত্র ২০ মিনিটের মতো সময়ে ৬–১ গেমে জিতে দুরন্ত শুরু করেন জকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে দীর্ঘ র্যালি ও কিছু অনিচ্ছাকৃত ভুলে ম্যাচে ফেরার সুযোগ পান ১৯ বছরের টিয়েন। সেটে একসময় ভেঙে পড়ার মতো অবস্থায় ছিলেন জকোভিচ, যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭–৬ ব্যবধানে জয় তুলে নেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- টেনিস
- টেনিস তারকা