মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পে ওটিটিতে চলছে ওয়েব ড্রামা ‘বিনোদিনী’।
সৈয়দ ফরহাদের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নাটকটি।
'বিনোদিনী' নাটকের চিত্রনাট্যে দেখা যাবে, একটি গেস্টহাউসে অভিনেত্রী এশার হাতে খুন হয় তার এক বন্ধু, নিজেকে বাঁচাতে পিস্তল হাতে তুলে নেন এশা। আর সেই ঘটনার সাক্ষী হয়ে উঠে সেখান কর্মী পলাশ। দুইজনেই ভয়ানক এক পরিস্থিতির মুখোমুখি হয়। এই পথ থেকে ফেরার উপায় খুঁজতে গিয়ে একের পর এক ঘটতে থাকে লোমহর্ষক সব ঘটনা। এভাবেই এগিয়ে যাবে নাটকটি।