‘ফ্যাসিবাদের’ সাথে সরকারও ‘আপস’ করছে: তাহের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ২১:৪৩

রাষ্ট্র সংস্কার না করে যারা জাতীয় নির্বাচন চায় তারা ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।


তিনি এও বলেছেন, অন্তর্বর্তী সরকারও এই ‘ফ্যাসিবাদের’ সাথে ‘আপস করছে।


রোববার জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে তাহের এ কথা বলেন।


গেল ৫ অগাস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।


তবে রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করে।


এ নিয়ে নানা ঘটনাপ্রবাহে জুনে লন্ডনে বৈঠক করে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে বৈঠকের যৌথ ঘোষণা প্রয়োজনীয় প্রস্তুতি সাপেক্ষে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে আভাস দেওয়া হয়।


জামায়াত লন্ডন বৈঠকের সমালোচনা করলেও জুলাই অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন আয়োজনের ঘোষণাকে ইতিবাচক বলেছে।


তবে তারা সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে।


গোল টেবিল বৈঠকে জামায়াতের নায়েবে আমির বলেন, “দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে। সংস্কারবিহীন নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ জন্ম নেবে। যারা আওয়ামী আমলের মতো স্বৈরাচার ফিরিয়ে আনতে চায়, তারাই সংস্কার ছাড়া নির্বাচন চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও