You have reached your daily news limit

Please log in to continue


মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল: শাওন

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পর্দায় সেভাবে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময়ই সরব। বিভিন্ন ইস্যুে নিয়ে প্রায় কথা বলতে দেখা যায় তাকে। এবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতৃবৃন্দের বৈঠক নিয়ে কথা বললেন শাওন।

এনসিপি নেতাদের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে শাওন বললেন, মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল! 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলেন কবে? ফরেন পলিসি নিয়ে পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সঙ্গে মিটিং করছেন! উনার ভাষ‍্যমতে গত ১৫/২০ বচ্ছরে অনেক চেষ্টা করেও পাকিস্তান তাদের ভালো ভালো জিনিস আমাদের শেখাতে পারে নাই! যাক ভালোই হলো, ‘বিল্ডিং রিলেশনশিপ’-এর পর এখন বাংলাদেশ সব শিখে নিবে।

এর পর শাওন লেখেন, ‘৪৪ সেকেন্ড পার করে দেখলাম ‘৭১ ডিলের একটা ইস‍্যু’ও নাকি আছে যেটা ওনাদের মতে দ্রুত সলভ (!) করা উচিত। মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!

উল্লেখ্য, ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৩ আগস্ট) বিকালে ঢাকার পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এনসিপির নেতৃবৃন্দরা বলেন, পাকিস্তানের দূতাবাস থেকে এনসিপির ৭ সদস্যের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে তারা বাংলাদেশের জনগণের ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন। দুই দেশের মধ্যে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং এই উন্নতির জন্য একাত্তরের ইস্যু অবশ্যই সমাধান করা উচিত।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসিরউদ্দিন পাটোয়ারী ‘৭১ ডিল’ শব্দটি উচ্চারণ করেন। যা ঘিরে এই পোস্ট দিলেন শাওন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন