কিশোরীর পেট থেকে ২ কেজির চুলের বল অপসারণ, জমেছিল যেভাবে

www.ajkerpatrika.com চীন প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ১৬:০৩

চীনে এক কিশোরীর পেট থেকে দুই কেজি ভরের চুলের এক বিশাল বল অপসারণ করেছেন চিকিৎসকেরা। ছয় বছর ধরে নিজের চুল টেনে খাওয়ার অভ্যাস থেকে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


খবরে বলা হয়েছে, গত জুলাই মাসে ১৫ বছর বয়সী নিনি (ছদ্মনাম) হেনান প্রদেশ থেকে মায়ের সঙ্গে পাশের প্রদেশ হুবেইয়ের উহানের শিশু হাসপাতালে যায়। চিকিৎসকেরা জানান, মেয়েটি অত্যন্ত শীর্ণকায়। তার উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চির মতো হলেও ওজন মাত্র ৩৫ কেজি। ছয় মাস ধরে তার মাসিকও বন্ধ ছিল।


তীব্র পেটব্যথায় খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল নিনির। ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম হলে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় জানা যায়, শরীরে গুরুতর রক্তস্বল্পতাও রয়েছে। এ অবস্থায় আরও পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকেরা নিনির পেটে বিশালাকার চুলের বল খুঁজে পান। চুলের সঙ্গে খাবারের অবশিষ্টাংশ মিশে তৈরি হওয়া ওই বল প্রায় পুরো পেট জুড়ে ছিল। চিকিৎসকেরা এটিকেই তার সব অসুস্থতার মূল কারণ হিসেবে শনাক্ত করেন।


নিনির মা চিকিৎসকদের জানান, মেয়ে ৬ বছর ধরে নিজের চুল খেয়ে আসছে। ১৪ জুলাই চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে ওই চুলের বলটি অপসারণ করেন। অপারেশনের সময় দেখা যায়, নিনির পেট স্বাভাবিক আকারের তুলনায় দ্বিগুণ ফুলে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও