You have reached your daily news limit

Please log in to continue


একসঙ্গে একাধিক রিল যুক্ত করার ফিচার আনছে ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে। এর মাধ্যমে একাধিক রিল একসঙ্গে করে সিরিজ আকারে প্রকাশ করা যাবে।

টেক জায়ান্ট মেটার মালিকানাধীন এ সামাজিক মাধ্যমটি প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চকে বিষয়টি নিশ্চিত করেছে। সুবিধাটি এরইমধ্যে টিকটকে রয়েছে এবং এটি দর্শকদের এ ধরনের কনটেন্ট খুঁজে পাওয়া সহজ করে তোলে।

আগে কোনো কনটেন্ট ক্রিয়েটর গল্প বলার সময় যদি একাধিক ভিডিও ব্যবহার করতেন তাহলে দর্শকদের ‘পার্ট ২’ এ বা পরবর্তী আপডেটের জন্য ফিরে আসতে বলা হত। এখন এইসব ভিডিওকে একসঙ্গে করা সম্ভব হওয়ার ফলে দর্শকদের আলাদা করে স্ক্রল করে বা খুঁজে বের করতে হবে না।

শুধু গল্প বলার বিভিন্ন অংশ যুক্ত করাই নয় একই ধরনের ভিডিওও এখন একসঙ্গে করা যাবে। উদাহরণ হিসেবে কোনো ক্রিয়েটর যদি শরতের বিভিন্ন রেসিপি নিয়ে একটি সিরিজ বানান তবে সেগুলো এখন এক জায়গায় সাজানো থাকবে, যাতে দর্শক সহজেই খুঁজে পেতে পারেন।

নতুন এই ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা ক্যাপশন দেওয়ার সময় অথবা আগে শেয়ার করা রিলে থাকা ‘ওভারফ্লো’ মেনু ব্যবহার করে রিল একসঙ্গে লিংক করতে পারবেন। রিলগুলো সিরিজ আকারে যুক্ত হয়ে গেলে দর্শকরা রিলের নিচের বাম দিকে থাকা ‘নিউ’ বোতামের মাধ্যমে পরবর্তী রিলে যেতে পারবেন।

ইনস্টাগ্রামের মতে, এই ফিচারটি বহুদিন ধরেই ব্যবহারকারীদের চাহিদার তালিকায় ছিল। এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও ভালোভাবে গল্প বলার সুযোগ তৈরি করে দেবে এবং একই সঙ্গে দর্শকদের দীর্ঘ সময় ধরে যুক্ত রাখবে। এটি ওয়াচ টাইম বাড়াতেও সাহায্য করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন