You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনের কর্মপরিকল্পনা আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ‘মোটামুটি প্রস্তুত’, আগামী সপ্তাহে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে চিঠি পাওয়ার উল্লেখ করে তিনি বলেছেন, “তারপর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা মোটামুটি প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহেই তা ঘোষণা করা হতে পারে।”

শনিবার রাজশাহীতে আঞ্চলিক লোকপ্রশাসন হল রুমে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে। ভোটের জন্য লজিস্টিকস কেনাকাটা এগিয়ে চলছে। নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি চলবে।

ভোটকেন্দ্র দখল করার জন্য যারা বসে আছেন তাদের ‘স্বপ্নভঙ্গ’ হবে মন্তব্য করে নাসির উদ্দিন বলেন, “যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ- সেই সুযোগ তারা পাবে না। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কনস্টিটিয়েন্সি ক্যানসেল করে দিব।“

নির্বাচন কমিশন ‘জনগণের পক্ষে’ কাজ করছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। রাজনৈতিক বিতর্কের মধ্যে থাকতে চাই না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন