You have reached your daily news limit

Please log in to continue


তিশা, সিয়াম, তুষিকে ঘিরে গুঞ্জন কি সত্যি হচ্ছে

বিনোদন দুনিয়া মানেই গুঞ্জন; বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনগুলো কখনো সত্যি হয়, কখনো মিলিয়ে যায়। ঢাকাই সিনেমাতেও গুঞ্জনের অভাব নেই, নতুন সিনেমার ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয় অভিনয়শিল্পী কে থাকছেন সেটি নিয়ে গুঞ্জন। শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা, ‘তাণ্ডব’–এ সিয়াম আহমেদ ও আফরান নিশো থাকছেন; গত কয়েক বছরে এমন অনেক গুঞ্জনই সত্যি হয়েছে।

বেশ কদিন ধরেই ঢালিউডে আবার নতুন কয়েকটি সিনেমার পাত্র–পাত্রী কে থাকছেন, তা নিয়ে জোর ফিসফাস চলছে। এই গুঞ্জনের তালিকায় শাকিব খান থেকে বুবলী, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নাজিফা তুষি, তানজিন তিশা—কে নেই? এই গুঞ্জন শুরু হয়েছে ঢালিউডের দুই বড় বাজেটের সিনেমা নিয়ে। এই দুই সিনেমার নায়ক শাকিবের নায়িকা তিশা ও সিয়ামের নায়িকা হিসেবে তুষির কথা শোনা যাচ্ছে। দুই নায়কের নায়িকা নিয়ে গুঞ্জন কি সত্য হতে চলেছে?

তান্ডব সিনেমার পর নতুন সিনেমার কাজ শুরুতে যাচ্ছেন রায়হান রাফী। কেউ কেউ বলছেন, সিনেমাটির শুটিংও শুরু করে দিয়েছেন। কারণ, এ বছরই সিনেমাটি মুক্তি দিতে চান। হরর সিনেমাটির নাম ‘আন্ধার’। এটা নিয়েই রাফী এখন ব্যস্ত।

শুরুতে শোনা যাচ্ছিল, সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। পরে নায়িকা হিসেবে নাজিফা তুষির যুক্ত হওয়ার কথা শোনা যায়। নতুন করে শোনা যাচ্ছে, সিনেমাটিতে চঞ্চল চৌধুরীও রয়েছেন। সিনেমার চিত্রনাট্যের প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন সিনেমাটির চিত্রগ্রাহক সুমন সরকার। তাঁকে অভিনন্দন জানিয়েছেন সিনেমার আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী। এ থেকেই ভক্তরা দুই দুইয়ের চার মিলিয়েছেন।

সিনেমা–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সিনেমাটি হচ্ছে। ইতিমধ্যে শুটিংয়ের কিছু কাজ এগিয়েছে। যাঁদের কথা শোনা যাচ্ছে, তাঁরাও সিনেমায় রয়েছেন। সিনেমাটি নিয়ে চর্চিত গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে রাফী বলেন, ‘আমাদের সিনেমা নিয়ে সব সময়ই গুঞ্জন ছড়ায়। এবারও ছড়িয়েছে। তবে এর অনেক কিছুরই অস্তিত্ব নেই। আমরা সময় হলেই সব জানাব। ঠিকমতো আগে কাজটা শেষ করতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন