You have reached your daily news limit

Please log in to continue


৪৬ বছর বয়সী তাহিরের ক্যারিয়ারসেরা বোলিংয়ে মুখ থুবড়ে পড়লেন সাকিবরা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবার বড় ব্যবধানে হারল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। অ্যান্টিগায় গায়ানা অ্যামাজন ওয়ারিওয়র্সের বিপক্ষে ৮৩ রানে হেরেছে সাকিবের দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে গায়ানা ২১১ রান তুলেছে। তাড়া করতে নেমে ফ্যালকনস গুটিয়ে যায় ১২৮ রানে।

সাকিব আজও ছিলেন ব্যর্থ। পাঁচে ব্যাটিংয়ে নেমে করেন ৭ বলে ৮ রান। ইমরান তাহিরের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে শেষ হয় সাকিবের ইনিংস। ফ্যালকনসের কেউ–ই অবশ্য ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। তবে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দারুণ শুরু পেয়েছিলেন। তিনে নামা কারিমা গোর ১৪ বলে ৩১ রান করে যখন আউট হন, অ্যান্টিগার রান ৪.৩ ওভারে ৬৬।

গায়ানার স্পিনার তাহির বোলিংয়ে আসতেই দৃশ্যপটের পরিবর্তন ঘটে। সাকিব ফেরার পর তাঁর বলেই আউট হয়েছেন অধিনায়ক ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির ও ওবেদ ম্যাকয়। সব মিলিয়ে ২১ রানে নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টিতে ৪৬ বছর বয়সী তাহিরের এটি সেরা বোলিং ফিগার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন