
সৌর আবহাওয়ার পূর্বাভাস পেতে এআই মডেল বানাল আইবিএম, নাসা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ২১:২৩
আইবিএম ও নাসা একসঙ্গে মিলে এক ওপেন-সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি করেছে, যা সৌর আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে বলে দাবি তাদের।
সৌর আবহাওয়া বলতে বোঝায় সূর্যের থেকে নির্গত বিকিরণ, প্লাজমা বা চৌম্বকীয় তরঙ্গ, যা পৃথিবীর প্রযুক্তি, স্যাটেলাইট ও বিদ্যুৎব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। নতুন এআই মডেলটি সময়মতো সেই রকম ঝড় বা ঘটনা শনাক্ত করতে সাহায্য করবে, যাতে আগেভাগে প্রস্তুতি নেওয়া যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
গত ২০ বছরের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশি শক্তিশালী ভূচৌম্বকীয় ঝড় পৃথিবীতে আঘাত হানে। এতে যুক্তরাষ্ট্রের এমন কিছু অংশেও অরোরা দেখা মেলে, যা সাধারণত পৃথিবীর এত দক্ষিণে দেখা যাওয়ার কোনো কথায় ছিল না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তা